দাকোপ(খুলনা) প্রতিনিধি: দাকোপ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিন ব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৩ এর সমাপনি অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত উপজেলা পরিষদ মাঠে এ ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়। মেলায় কৃষির মাধ্যমে স্বনির্ভর অর্থনীতির দেশ গড়তে ২৫টি স্টলে কৃষকদেরকে নানা উপকরণের মাধ্যমে উদ্ভুদ্ধ করা হয়।
বৃহস্পতিবার বেলা ১২ টায় এ মেলার সমাপনি দিনে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা প্রদানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুুিষ্ঠত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ড়া: বঙ্কিম চন্দ্র হালদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদেরসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, রীনা খাতুন, কৃষক সুনিল চন্দ্র রায়, আব্দুর রশিদ গাজী প্রমুখ।
সা/মি এসময়
Leave a Reply