যশোর: যশোরের নবাগত জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেছেন, জেলা প্রশাসক হিসেবে নয়, সেবা কর্মী হিসেবে যশোরবাসীকে সেবা দিতে এসেছি। যশোরের মানুষ মুক্ত চিন্তার অধিকারী ও সংস্কৃতিমনা। আমরা এই মাটির সন্তান। সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে।
শনিবার কালেক্টরেট সভাকক্ষে যশোরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এ সব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সংবাদপত্র সমাজের আয়না।
সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সামাজিক অসঙ্গতি উঠে আসে। দেশের প্রথম ডিজিটাল জেলা যশোরকে স্মার্ট জেলায় রূপান্তর করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সভা সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না হোরায়রা।
মতবিনিময়কালে বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলাপ্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এস এম তৌহিদুর রহমান, জেলা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু ও সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সম্পাদক এস এম ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিন মোহাম্মদ দিনু ও সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সিনিয়র সাংবাদিক রুকুন উদ্দৌলাহ আনোয়ারুল কবির নান্টু।
ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাজ্জাদ গণি খান রিমন, শেখ আব্দুল্লাহ হোসাইন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মালিকুজ্জামান কাকা, জুয়েল মৃধা, নূর ইসলাম, শহিদ জয়, হাবিবুর রহমান মিলন, মনিরুল ইসলাম, প্রণব দাস, ইন্দ্রজিৎ রায়, বিএম আসাদ, ফটো সাংবাদিক মনিরুজ্জামান মুনির, হানিফ ডাকুয়া প্রমুখ।
এম.চৌ:/এসময়
Leave a Reply