যশোর জেলা প্রতিনিধিঃ নানা কর্মসূচির মধ্যে দিয়ে যশোরে আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষেমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রোববার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করে বর্ণ্যাঢ্য র্যালি।
র্যালিটি উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আবরাাউল হাসান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেন, স্থানীয় সরকার উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
র্যালিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিজিবি ৪৯ ব্যাটেলিয়ান,ঢাকা আহসানিয়া মিশন, সামাজিক-সংস্কৃতি সংগঠন অংশ নেন। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রী অর্জন চৌগাছার কৃতি সন্তান উজ্জ্বলের
ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রী অর্জন করলেন যশোরের চৌগাছা উপজেলার কৃতি সন্তান উজ্জ্বল হোসেন। তিনি ইংল্যান্ডের লিংকনস্ ইন থেকে এই ডিগ্রী অর্জন করেছেন। গত ২৭ জুলাই ইংল্যান্ডের স্থানীয় সময় বিকাল ৬ টায় লিংকনস্ ইন এর ট্রেজারার নিকট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে বার অ্যাট ল ডিগ্রীর সনদপত্র গ্রহণ করেন। এদিকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রী অর্জন করায় তাকে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দসহ এলাকাবাসী।
উপজেলা ফুলসারা ইউনিয়নের কুটালীপুর গ্রামের আব্দুল হামিদ ও আনোয়ারা বেগমের সন্তান উজ্জ্বল হোসেন। তিনি সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাশ করেন। মাড়ুয়া ওকলাহুমা ইউছুপ আলী খান মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৯ সালে এসএসসি ও সলুয়া আদর্শ কলেজ থেকে ২০০১ সালে এইসএসসিতে সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেন।
২০০৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগে অধ্যায়ন শেষে এলএলবি অনার্স এলএলএম ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাডভোকেটশীপ তালিকাভুক্তির পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর যশোর আইনজীবী সমিতির সদস্য হয়ে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রাকটিস করেন।
২০১২ তে হাইকোর্ট বিভাগের প্রাকটিস পারমিশন পরীক্ষায় কৃতকার্য হয়ে সেখানে প্রাকটিস শুরু করেন তিনি। হাইকোর্টে প্রাকটিস চলাকালীন তিনি ইংল্যান্ডের বার স্টান্ডার্ড বোর্ডে (বিএসবি) আবেদন করেন। এরপর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিংকনস্ ইন এর সদস্যপ্রাপ্ত হন এবং বার অ্যাট ল ডিগ্রী অর্জন করেন।
এদিকে অ্যাডভোকেট উজ্জ্বল হোসেনের ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রী অর্জনে অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাবেক সভাপতি আলমগীর মতিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, যুগ্ম সম্পাদক এম শাহীন, দৈনিক যশোর বার্তার সম্পাদক শিহাব উদ্দীন,
সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান জুয়েল, সহসভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, যুগ্ম সম্পাদক শামীম রেজা, সাংবাদিক খালেদুর রহমান, রিয়াজুল ইসলাম, বাবলুর রহমান, কবিরুল ইসলাম, টিপু সুলতান, রেজাউল করিম সাগর, সুজন দেওয়ান, ইমাম হোসেন সাগর, মহিদুল ইসলাম, সাব্বির হোসেন প্রমূখ।
বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নে বিট পুলিশিং সভা
যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে রায়পুর ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান মুনজুর রশিদ স্বপন ।
এসময় বক্তব্য রাখেন যশোর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন , রায়পুর পুলিশ ক্যাম্পের এস আই লুৎফর রহমান, বীরমুক্তিযোদ্ধা ইরাদৎ হোসেন , রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন , আওয়ামীলীগ নেতা হাজী আবু জাফর।
এসময় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্যে প্রধান অতিথি বলেন, মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও আত্মহত্যা প্রবণতা রোধকল্পে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণ একসঙ্গে কাজ করতে হবে।
যে কোন সহযোগীতায় সরাসরি পুলিশকে জানোনার কথা বলে। জনগণের নিরাপত্তাসহ সব ভালো কাজে পুলিশ সহযোগীতা করবে।
Leave a Reply