1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:৪৯ অপরাহ্ন

বগুড়ায় জামায়েতের বিক্ষোভ মিছিল

শাহিন
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়েত। রবিবার সকাল ৯টায় শহরের ব্যস্ততম বড়গোলা মোড়ে শুরু হয়ে মিছিলটি দত্তবাড়ী মোড়ে গিয়ে শেষ হয়। এতে শহর জামায়াতের প্রায় এক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে।

 

 

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমীর ও বগুড়া-০৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, জেলা সেক্রেটারী মাওলানা মানসুরুর রহমান, শহর সেক্রেটারী অধ্যাপক আ,স,ম আব্দুল মালেক এবং জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম।

 

 

অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে৷ এই সরকারের অধীন কোন নির্বাচন হবে না। এছাড়া আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর অবিলম্বে মুক্তি দিতে হবে। এর পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে হবে।

 

 

 

এদিকে, শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে জানায়েতের প্রতিনিধি দল বিক্ষোভ মিছিল করার অনুমতি নিতে আবেদন জমা দেন। সেই আবেদনে রবিবার দুপুর ২টায় কর্মসূচি শুরু করার কথা ছিল। কিন্তু ২টার পরিবর্তে সকাল ৯টার দিকে কর্মসূচি করার প্রসঙ্গে বগুড়া জামায়েতের শহর শাখার রাজনৈতিক সেক্রেটারী মু. আলমগীর হোসাইন বলেন, ‘ গতকাল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা কোন সাড়া পাইনি। এছাড়া দুপুর ২টার দিকে আওয়ামী লীগও তাদের কর্মসূচি দিয়েছে। তাই আমরা তাৎক্ষণিক সিদ্ধান্তে সকাল ৯টায় বিক্ষোভ মিছিল বের করি

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It