নীলফামারী প্রতিনিধিঃ দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুরের শতভাগ পাস করা প্রতিষ্ঠানের মধ্যে আল-ফারুক একাডেমী দ্বিতীয় হয়েছে। আর জিপিএ-৫ প্রাপ্তিতে রয়েছে চতুর্থ অবস্থানে।
এবার আল ফারুক একাডেমী থেকে পরীক্ষা দিয়েছিল ১৯১ জন শিক্ষার্থী। এই শিক্ষার্থীদের সকলেই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। বিজ্ঞান থেকে ৩০ জন, ব্যবসায় শিক্ষা থেকে ৩ জন এবং মানবিক থেকে ২ জন।
উপজেলার ২৮ টি স্কুলের মধ্যে মাত্র ৩ টি প্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। আর ১৯ টি প্রতিষ্ঠান থেকে মোট জিপিএ-৫ পেয়েছে ৪৬৩ জন।
কৃতিত্বপূর্ণ ফলাফল সম্পর্কে আল ফারুক একাডেমীর প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, মানসম্পন্ন শিক্ষাদানের লক্ষেই মূলতঃ ১৯৮৭ সালে এই স্কুলের প্রতিষ্ঠা। প্রথম থেকেই আমাদের সর্বাত্মক প্রচেষ্টা ছিল সেই লক্ষ অর্জনের।
শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টা আর আন্তরিকতায় ক্রমান্বয়ে সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে যাচ্ছি। আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে নৈতিক (ধর্মীয়) শিক্ষা দানে সবসময় অগ্রাধিকার দেই। এইকারণে আমাদের ছাত্রছাত্রীরা মেধা ও মননে মানবিক গুণাবলী নিয়ে বেড়ে ওঠে।
যার ফলে পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখার পাশাপাশি তারা নানা সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত তারা। প্রতিবছরের মত এবারও আমার ছাত্রছাত্রীরা এসএসসিতে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে। এই মেধাবীরা উচ্চ শিক্ষার ক্ষেত্রেও সাফল্য ধরে রেখে সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশের জন্য সুনাম বয়ে আনবে সেটাই প্রত্যাশা করছি।
Leave a Reply