1. admin@esomoy.com : admin :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৭ অপরাহ্ন

নাগেশ্বরীতে পরিত্যাক্ত জমিতে ঘরবাড়ি নির্মাণের জন্য ভূমিহীন পরিবারের দাবি

বিপুল রায়
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রির্পোটারঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডের ওয়াবদা বেরি বাঁধের দুই ধারে প্রায় ১৮২টি পরিবার দীর্ঘদিন যাবৎ কোনরকম ভাবে বসবাস করে আসছেন।

 

বাংলাদেশ সরকারের উন্নয়নের লক্ষে দুধকুমর নদীর পার্শ্ববর্তী বেরি বাঁধ সংস্কার করার জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুড়িগ্রাম কর্তৃক পরিবার গুলোকে সরে যেতে বলা হয়েছে।

 

 

এমতাবস্থায় পরিবারগুলোর বাড়ি-ঘর নির্মাণ করার মত নিজন্ব কোন জায়গা জমি না থাকায় অনিশ্চিত ভবিষ্যতের আশা আকাঙ্খা অনুভব করছেন।

 

 

 

উক্ত বেরি বাঁধ সংলগ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি উন্নয়ন বোর্ড, কুড়িগ্রাম এর এলএ কেস নং-৬০/৮৪-৮৫, এসএ দাগ নং-১৬২৮, ১৬১৭, ১৬২৭, ১৬২৬ এবং আরএস খতিয়ান নং-২ ও আরএস দাগ নং-১৬২৪ ও ২৩০৯, জমির পরিমাণ ৮.২৫ একর। উক্ত পরিত্যাক্ত জমির উপর পরিবার গুলো বাড়ি-ঘর নির্মাণের সুব্যবস্থা প্রদানের জন্য স্থানীয় সংসদ সদস্য মোঃ আছলাম হোসেন সওদাগর ও এলাকাবাসী জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

 

 

 

এ ব্যাপারে নুনখাওয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মোস্তফা জানান, উক্ত অসহায় পরিবারকে বাড়ি-ঘর নির্মাণের জন্য সচেতন এলাকাবাসী ও স্থানীয় সংসদ সদস্য, কুড়িগ্রাম জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড বরাবর লিখিত আবেদন করলেও এখন পর্যন্ত কোন সুফল পাওয়া যায়নি।

 

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ এর সাথে এ প্রতিবেদকের মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। অসহায় পরিবার গুলোর বাড়ি-ঘর নির্মাণের জন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It