বগুড়া জেলা প্রতিনিধিঃ র্যাবের অভিযানে বগুড়ায় নারী অপহরণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল খালেক (৪০) কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) র্যাব-১২ বগুড়া ও সাভার র্যাব ক্যাম্পের যৌথ অভিযানে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর এলাকার আব্দুল কাদেরের ছেলে আব্দুল খালেক (৪০)।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার আশুলিয়া থানার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি গ্রেফতার এড়াতে সাভার এলাকায় একটি গার্মেন্টসে চাকুরি করতেন। এছাড়াও ধৃত আসামি মামলার সাজা থেকে রক্ষা পেতে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ ১০ বছর আত্মগোপনে ছিলেন।
র্যাব কমান্ডার মীর মনির হোসেন আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়ার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য যে, ২০০৫ সালে আসামি আব্দুল খালেক (৪০) এবং তার বন্ধু মোখলেছুর রহমান (৪২) ও মো. রুবেল (৪০) মিলে তার প্রতিবেশী মোছা. বেদেনা (৩৮) নামের এক মেয়েকে অপরহণ করে। পরবর্তীতে ভুক্তভোগীর বাবা আজাহার আলী (৬০) বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর ২০১৩ সালের রায়ে আব্দুল খালেকের ১৪ বছরের সাজা হয়।
Leave a Reply