স্টাফ রির্পোটারঃকুড়িগ্রামের ঢুষমারা থানা এলাকায় ধর্ষণের ঘটনায় ঢুষমারা থানায় ধর্ষণ মামলা রুজু হলে তাৎক্ষণিকভাবে ঢুষমারা থানার একটি চৌকস টিম ধর্ষণের মূলহোতাকে সনাক্ত করে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার মাত্র ৯ ঘন্টার ব্যবধানে ধর্ষক গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার মাদারীপাড়া গ্রামের মোঃ ফারুক মিয়া (৩০) কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, ধর্ষণের ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে মামলা রুজু পূর্বক দ্রুততম সময়ে ঢুষমারা থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে মাত্র ৯ ঘন্টার মধ্যে গাইবান্ধা জেলা থেকে ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়।
এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত চলমান রয়েছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।
Leave a Reply