1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৭:১৫ অপরাহ্ন

যশোর দড়াটানায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর ও লুটপাটঃ আতঙ্কে ব্যবসায়ীরা

মালিক উজ জামান
  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর জেলা প্রতিনিধিঃ যশোরে প্রকাশ্যে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। প্রথমে নৈশ প্রহরীকে মারপিট এরপর ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ছুরি মারার ভয় দেখিয়ে টাকাপয়সা লুট করেছে তারা। শহরের প্রাণকেন্দ্রেই এ ধরণের ঘটনা ঘটায় হতবাক হয়েছেন স্থানীয়রা।

 

ব্যবসায়ীরা একত্রিত হয়ে অভিযুক্ত বিরামপুরের রতন, রিপন ও এইচ.এম.এম.রোডের দিশার বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে, তাদের এ কর্মান্ডের ভিডিও ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ।

 

 

অভিযুক্ত রতন ও রিপন নৈশপ্রহরী ঘোপ নওয়াপাড়া রোডের লাল মোহন শেখের ছেলে সুলতান শেখ অভিযোগে উল্লেখ করেন, তিনি দড়াটানার ফলের দোকান ব্যবসায়ীদের নাইটগার্ড হিসেবে কর্মরত। অভিযুক্তরা এলাকার চিহ্নত সন্ত্রাসী।

 

 

শনিবার রাত ১০টার দিকে রতন, রিপন ও দিশা দড়াটানায় ফলপট্টিতে এসে তাকে মারপিট করতে থাকে। এসময় ফল ব্যবসায়ী সোহেল রানা তাকে রক্ষার্থে এগিয়ে আসে। এসময় তারা সোহেলকেও মারপিট করে তারা। এসময় রতন সোহেলকে ছুরিকাঘাতের চেষ্টা করে। ব্যর্থ হয়ে সোহেলের দোকানে যেয়ে ভাঙচুর ও লুটপাট করে।

 

 

 

পরে ক্যাশবাক্সে থাকা ৪০/৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। আশপাশের দোকানীরা এগিয়ে আসলে নানা ধরণের হুমকি ধামকি দিয়ে সটকে পরে তারা।

 

 

 

এদিকে, হামলার শিকার হওয়া সোহেল ও স্থানীয় ফলবাসায়ীরা জানান, দড়াটানা ব্রিজের পাশেই সরকারি জায়গায় একজনকে বিরানীর দোকান করে ভাড়া দিয়েছিলো রতন। সেখান থেকে প্রতিদিন ভাড়া উঠাতেন রতন নিজেই। ভয়ভীতি দেখিয়ে ফল ব্যবসায়ী সোহেল রানার বিদ্যুৎ সংযোগ অবৈধভাবে নিয়ে ওই বিরানীর দোকানের বিদ্যুৎ সরবরাহ করতেন রতন।

 

 

এরমাঝে বিরানীর দোকানের মালিক দোকান ফেলে অন্যত্র চলে যায়। এ সুযোগে সোহেল রানা নাইটগার্ড সুলতান শেখকে বিরানীর দোকান থেকে বিদ্যুত লাইনের তার খুলে আনতে বলে। এর জেরেই এ হামলা ও লুটপাট করেছে রতন বলে দাবি করছেন স্থানীয়রা। তারা দাবি করেন, স্থানীয় এক নেতার ছত্রছায়ায় দড়াটানা মোড়ে তারা নানা ধরণের অপকর্ম করে বেরাচ্ছে।

 

 

 

তাদের অত্যাচারে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। কিন্তু ভয়ে মুখ খোলার সাহস পাননা তারা। এঘটনার পর তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে মন্তব্য করেন।

 

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, তারা অভিযোগ পেয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

 

 

এদিকে, এ ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফল ব্যবসায়ী কল্যান সমিতির নেতৃবৃন্দ। যশোর জেলা ফল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এস এম সাইফুল ইসলাম লিটন, সহ-সভাপতি রবিউল ইসলাম রবু , সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইকবাল হোসেন চুন্নু, সাংগঠনিক সম্পাদক মিঠু খন্দকার, দপ্তর সম্পাদক মফিজুল ইসলাম মফিজ রাতেই ঘটনাস্খল পরিদর্শন করেন ও কোতোয়ালি থানায় যেয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেন। তারা দ্রুত অপরাধীদের আটকের দাবি জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It