1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:১২ অপরাহ্ন

শ্রীমঙ্গল থান পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)

রুমান আক্তার
  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

( শ্রীমঙ্গল), মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)।

গত বৃহস্পতিবার (৩রা আগস্ট) বিকেলে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) মহোদয় শ্রীমঙ্গল থানা পরিদর্শনে পৌঁছালে অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে থানা প্রাঙ্গণে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) কে শ্রীমঙ্গল থানার একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায় উপস্থিত ছিলেন।

অভিবাদন গ্রহণ শেষে জেলা পুলিশ সুপার থানা প্রাঙ্গণ এবং থানার আশপাশ ঘুরে দেখেন।


জেলা পুলিশ সুপার থানার ব্যারাক, খাবারের মেস, অস্ত্রাগার, থানা মালখানা, বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও মামলা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

জেলা পুলিশ সুপার শ্রীমঙ্গল থানার আয়োজনে থানার অফিসার ফোর্সদের সাথে কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং অফিসার ফোর্সের সাথে মতবিনিময় করেন।

জেলা পুলিশ সুপার পুলিশ সদস্যদের কল্যাণ, বিট পুলিশিং, সরকারি গাড়ি ব্যবহার, সঠিকভাবে পোশাক পরিধান করা, আইনানুগ নিয়মনীতি অনুসরন করার নির্দেশনাসহ থানা কম্পাউন্ড পরিস্কার রাখা, থানা ব্যারাক ও আশপাশ এলাকা পরিস্কার রাখার নির্দেশনা প্রদান করেন।


পুলিশ সুপার থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, সর্বোপরি থানায় আগত সেবা প্রার্থীদের পুলিশি সেবা প্রদান এবং থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শনে থানার অফিসার-ফোর্সের প্রতি আহবান জানান।

 

এম.চৌ:/এসময়

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It