স্টাফ রিপোর্টারঃ শরীয়তপুরের জাজিরা উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৮ই আগষ্ট) বিকেলে জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদারের বাসভবনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরিয়তপুর-০১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন অপু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী আজ। জন্মদিনে বঙ্গমাতার স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
বঙ্গমাতা ছিলেন আমাদের জাতির পিতার আমৃত্যু জীবনসঙ্গী। টুঙ্গীপাড়ার খোকা থেকে জাতির পিতা হয়ে উঠার পেছনে এই মহীয়সী নারীটি নীরবে কাজ করে গিয়েছেন। তিনি ছিলেন একজন আদর্শ নারী, আদর্শ স্ত্রী ও আদর্শ মা।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পর দেশ পুনর্গঠনে তিনি অনন্য ভূমিকা রেখে গেছেন। বঙ্গমাতার আদর্শ ও দৃষ্টান্ত যুগে যুগে বাঙালি নারীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এই মহান নারীর জীবনী চর্চার মাধ্যমে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী সিকদার, জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান সোহেল,জাজিরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ আকন।
এসময় আরও উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার জিএম নুরুল হক,সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার,জাজিরা পৌর মেয়র ইদ্রিস মাদবর এবং জাজিরা উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply