বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে কার্যালয়ের রেকর্ড রুমে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রেকর্ড রুমের পুরোনো নথি পুড়ে গেছে। তবে এত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির সম্ভাব্য পরিমাণও জানা সম্ভব হয়নি।
বগুড়া ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মঞ্জিল হক জানান, দুপুর ২ টা ৫৫ মিনিটে ডিসি অফিসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে।
বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, রেকর্ড রুম থেকে ধোঁয়া দেখে তাৎক্ষণিকবাবে ফায়ার সার্ভিসকে জানানো হয়। নিচতলা ফল ছাদের ওপর কিছু পুরাতন মামলার নথি ছিল সে নথিগুলোর আংশিক ও অর্ধেক পুড়ে গেছে। তবে পুরো নথি একটাও পুড়ে যায়নি। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যমতে একটা পুরাতন বৈদ্যুতিক বোর্ড ছিল ওই বৈদ্যুতিক বোর্ড থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান এ বিষয়ে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে সে প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, রেকর্ড রুমটা যেহেতু পুরাতন সেহেতু প্রাথমিকভাবে এক মাসের মতো সময় লাগতে পারে।
Leave a Reply