রাজশাহী ব্যুরো :.রাজশাহী প্রতারক চক্রের হোতা, বেসিক ব্যাংকের আমচত্বর শাখার বরখাস্তকৃত ক্যাশিয়ার তাসনুভা ফেরদৌস ও তার স্বামী গোলাম জাকি কর্তৃক চেক জালিয়াতি, জাল স্বাক্ষর ও টাকা আত্মসাতের অভিযোগ দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভূক্তভোগীরা।
শনিবার (১২ আগস্ট) বেলা ১১ টার দিকে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন হয়।
প্রতারণার শিকার ভূক্তভোগী মায়া বেগম বলেন, বেসিক ব্যাংকের ক্যাশিয়ার তাসনুভা ফেরদৌস আমাকে ধর্ম মা বানিয়ে সম্পর্ক গড়ে তোলে। সে তার ব্যাংকে একাউন্ট খুলতে বললে আমার বিভিন্ন জায়গার সম্পত্তি বিক্রি করে ব্যাংকে ৭৯ লক্ষ টাকা রাখি। সে পরবর্তিতে চেক জালিয়াতি করে টাকা তুলে নেয়। পরে আমরা তার জালিয়াতির বিষয়টি জানতে পেরে তার কাছে গেলে বরং আমাদের নামেই মিথ্যা অপবাদ দেয় ও মিথ্যা মামলা করে। আমরা তার বিরুদ্ধে রাজশাহী আদলতে মামলা দায়ের করেছি। আমরা এই প্রতারণ তাসনুভা ফেরদৌদের বিচার দাবি করছি।
নাহিদা নাসরিন লিনা নামের অপর ভূক্তভোগী বলেন, তাসনুভা ফেরদৌস আমার পূর্ব পরিচিত। তার বিপদের জন্য পাশে দাঁড়িয়ে ছিলাম। তাকে আমি ৫৫ লাখ টাকা দেয়। সে যখন চাঁপাই নবাবগঞ্জ শাখায় কর্মরত তখন সে তার স্বামী গোলাম জাকিকে পাঠিয়ে আমার বাসা থেকে টাকা নিয়ে গেছে। সে টাকা গুলো এভাবে প্রতারিত করবে তা ভাবিনি। আমরা এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছি সে শহরে ফ্ল্যাট কিনে বেড়াচ্ছে। সে একটা বড় চিট এমন চিট তাসনুভা ফেরদৌস বাংলাদেশে দ্বিতীয় আর না জন্মে তার আমরা সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি।
ভূক্তভোগীরা জানান, প্রায় ২০/২৫ জন প্রায় সাড়ে ৪ কোটির উপর টাকা প্রতারিত হয়ে অনেক নিঃশ্ব হয়ে রাস্তায় নেমেছে। আমরা সকলেই তার জালিয়াতি ও প্রতারণার বিচার দাবি জানাচ্ছি।
Leave a Reply