অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ ১৩ আগস্ট বেলা ৩ টার টার দিকে যশোর গামী গম বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যশোর খুলনা মহাসড়কের প্রেমবাগের শাহিদা ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা নওয়াপাড়া গামী যাত্রীবাহী একটি ইজিবাইক কে চাপা দিলে ঘটনা স্থলেই ইজিবাইকের ২ যাত্রী নিহত হয়।
নিহত ১ জন যশোর সদর উপজেলার ঘুনি এলাকার বাসিন্দা সৈয়দ মোল্লা (৬৫), অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার পরে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ জানান , ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, ট্রাক চালক নয়ন আলী (২১) কে আটক করা হয়েছে।
Leave a Reply