জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ই আগস্ট ২০২৩ সোমবার সকাল ১১টার সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাত আরা তিথি’র সভাপতিতে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসীম আলবারী।
উপজেলা প্রশাসনিক কর্মকতা আলহাজ সাইফুল ইসলামের সঞ্চালনায় অত্র সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, পৌর মেয়র রাবেয়া সুলতানা,
ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহামন, সহকারী কমিশনার (ভূমি) কালাই জান্নাতুল ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জুয়েল, বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী, কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম ও প্রেসক্লাব কালাই সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাস তালুকদার লায়নর, মাত্রাই প্যালে ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল।
উক্ত সভায় জুয়া খেলা. মাদক সেবন, মাদক ব্যবসা ও বাল্যবিবাহের বন্ধের ব্যপক আলোচনা হয়। এরপর উপজেলা মৎস্য অধিদপ্তরে আয়োজনে, দুপুর ১২টার সময় পৌরসভার সামনে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের দক্ষিণ পাশে বন বিভাগ সংলগ্ন বিশাল লম্বা চওড়া খালে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি’র সভাপত্তিতে পোনা মাছ ছেড়ে দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌর মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লা ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনোয়ার আলী সহ কর্মচারীগন ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
Leave a Reply