স্টাফ রিপোর্টারঃ।নীলফামারীর ডোমারে মাদক সেবনকালে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ) তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা প্রদান করেন।
সোমবার (১৪ আগস্ট) দুপুরে ডোমার পৌরসভার ০১নং ওয়ার্ড কলেজপাড়া চিলাহাটি সড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তারসহ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া এলাকার কেষ্ট কুমার এর ছেলে শ্রী হিমেল চন্দ্র রায়(২৬), একই এলাকার মৃত ক্ষেত্র মোহনের ছেলে শ্রী নবদ্বিপ (২৫) কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অপর তিনজনকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজমুল আলম। অপর ৩ জন হলেন ডোমার মাদ্রাসাপাড়া এলাকার দেলোয়ার হোসেনের পুত্র জাহাঙ্গীর(৩৪) ও গিয়াস উদ্দিনের ছেলে রুবেল ইসলাম (৩৫), চান্দিনাপাড়া এলাকার মোকছেদ আলীর ছেলে আনোয়ারুল (৩৮)।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বলেন, পৃথক দুটি অভিযানে প্রথমে ২ জনকে আনুমানিক দুপুর ২ টা ৩০ মিনিটে ডোমার পৌরসভার ১ নং ওয়ার্ডের ছোটপুল এলাকার চিলাহাটি রোডে ও পরে অপর ৩ জনকে আনুমানিক ৩ টা ৩০ মিনিটে ডোমার সরকারি কলেজের নির্মাণাধীন ভবনের ২য় তলার টয়লেটের মধ্যে থেকে পাওয়া যায়।
এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী বলেন, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের অভিযানে পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদন্ড দেয়া হয়েছে। আসামীদের জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
Leave a Reply