1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৪:০৪ অপরাহ্ন

বানিয়াচংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শাহ সুমন
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি: বানিয়াচং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় বানিয়াচং উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়।

 

 

 

 

সামনে জাতীয় নির্বাচন কে কেন্দ্র করে যাতে বিশেষ কোন গোস্টী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটাতে পারে সেইদিকে দৃষ্টি রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কে সতর্ক থাকার জন্য আহবান জানানো হয়। এছাড়া জেলার অন্যান্য স্থানে খাবারে চেতনানাশক স্প্রে করে একটি অপরাধী চক্র বিভিন্ন অপরাধ সংগঠিত করার বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য আহবান জানানো হয়।

 

 

 

 

বানিয়াচং সিএনজি’ শ্রমিকদের সাথে নবীগঞ্জ সিএনজি শ্রমিকদের বিরোধের বিষয় সভায় উপস্থাপন করা হয়।বানিয়াচং শহীদ মিনারের সামনের সড়কের জরুরী সংস্কার কাজ করা হবে বলে সভাকে জানানো হয়। বানিয়াচং-হবিগঞ্জ সড়কে নিম্নমানের কাজ করা হচ্চে বলে বক্তারা অভিযোগ করেছেন।

 

 

 

 

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরীকে বিশেষ ভূমিকা রাখার জন্য আহবান জানানো হয়।এছাড়া বর্ষা মৌসুমে হাওরপাড়ের বাবা-মা’দের কে তাদের নিজেদের বাচ্চার প্রতি খেয়াল রাখার জন্য আহবান জানানো হয়।সোমবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।

 

 

 

 

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা আবুল কাসেম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মো: নাজমুল হাসান, অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন।

 

 

 

 

 

সভায় বক্তব্য রাখেন বানিয়াচং দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল, কাজল চ্যাটার্জি, ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, চেয়ারম্যান হায়দারুজ্জামান খান,মিজানুর রহমান, আনোয়ার হোসেন,

 

 

 

বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, মঞ্জু কুমার দাস, আরফান উদ্দিন, হাফেজ শামরুল ইসলাম, এরশাদ আলী, ফরিদ আহমেদ, মাসুদ কোরাইশী মক্কী, সাদিকুর রহমান, শেখ শামসুল হক,শেখ মিজান, নাসিরুদ্দিন চৌধুরী প্রমুখ।

 

 

 

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল হক, পি আইও মলয় কুমার দাস,পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ,কে,এম,এ হাদী, তথ্যআপা নুপুর মোহন্ত, পল্লীবিদ্যুৎ ডিজিএম কম সাখাওয়াত হোসেন আকন্দ,যুব উন্নয়ন অফিস প্রতিনিধি মহিউদ্দিন আগাখান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It