1. admin@esomoy.com : admin :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৩ অপরাহ্ন

কুলাউড়ায় জঙ্গি আস্তানা থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ১৭ – সিটিটিসি’র প্রেস বিফিং

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি  : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আটক ১৭ জনের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্রিউলি গ্রামের অভিযান শেষে শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে পাচটার দিকে মৌলভীবাজার পুলিশ লাইনস মাঠে ব্রিফিংয়ে এই তথ্য জানান সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান।

 

প্রেস ব্রিফিংয়ে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, আটক ব্যক্তিরা ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামের নতুন একটি জঙ্গি সংগঠনের সদস্য।
মৌলভীবাজারে আটককৃত জঙ্গীদের নিয়ে দিনভর অভিযান চালিয়ে সিটিটিসি ইউনিট। অভিযানে জঙ্গীদের দেখানো তথ্যানুযায়ী কালা পাহাড়ের মাটির নীচ থেকে ৬ কেজি বিস্ফোরক ও ১৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। রাতে মৌলভীবাজার পুলিশ লাইন্সে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং এ কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান এই তথ্য জানান। এর আগে গত সোমবার আটককৃত ১৭ জঙ্গীর কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা, বড় বড় কয়েকটি দা, ৯৫টি ডিটোনেটর পাওয়া গেছে।

 

প্রেস ব্রিফিং এ ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি কামরুজ্জামান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার নাজমুল হোসেন, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসীন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক প্রমুখ।

 

গতকাল ১৫ আগষ্ট বৃষ্টি উপেক্ষা করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) তত্ত্বাবধানে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলগুলোয় চলছে জঙ্গি আস্তানার অনুসন্ধান। সিটিটিসির চৌকস সদস্যদের সঙ্গে রয়েছেন সোমবার আটক হওয়া জঙ্গিরা ও।

তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান মোহাম্মদ আসাদুজ্জামানের দিকনির্দেশনা এবং তত্ত্বাবধানে চলছে এই কার্যক্রম।

গতকাল সোমবার জনতার হাতে আটক ১৭ জন জঙ্গি সদস্যরাও রয়েছেন। মৌলবীবাজারের কুলাউড়ায় আটক জঙ্গিদের নিয়ে পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে সিটিটিসি।

 

আটক কৃত অভিযুক্তরা হলেন- নাটোর জেলার বাগাতি পাড়া উপজেলার গাও পাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে জুয়েল মাহমুদ (২৮), সিরাজগঞ্জের পুরাবাড়ী গ্রামের হেলাল উদ্দিনের ছেলে তানভীর রানা (৩০) কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিন শ্রীকুল গ্রামের হামিদুল হকের ছেলে সানমান আরেফিন ফাহিম (২১), কক্সবাজার জেলার রামু উপজেলার মধ্যম মংনুয়া গ্রামের এনামুল হকের ছেলে মো: ইমতেজার হাসনাত নাবীব (১৯), যশোর জেলার সদও উপজেলার মুল্লা পাড়ার আয়ুবখান বাবুর ছেলে ফাহিম খান (১৭),পাবনা জেলার আতাইকুলা উপজেলার আতাইকুলা গ্রামের আব্দুল্লাহ ছেলে মো: মামুন ইসলাম (১৯),গাইবান্ধা জেলার গোবিন্দবক্স উপজেলার চাদপাড়া গ্রামের আব্দুর রহিম মন্ডলের ছেলে রাহাত মন্ডল (২৪),জামালপুর জেলার বকসীগঞ্জ উপজেলার পূর্বের দত্তচর গ্রামের নুর আলমের ছেলে সুলাইমান মিয়া(২১),নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার গোলাকানদাইল গ্রামের সেকান্তা শেখ ওউফে শান্ত শেখ এর ছেলে আরিফুল ইসলাম (৩৪), বগুড়ার সারিয়াকান্দির হাটসিপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে মো: আশিকুল ইসলাম(২৯), পাবনা জেলার আতাইকুলা উপজেলার আতাইকুলা গ্রামের ফজলু মল্লিকের ছেলে মো: মামুন ইসলাম (২৬), ঝিনাইড়হ জেলার সদর উপজেলার ছুয়াইল গ্রামের নজরুল ইসলামের ছেলে তানভীর রানা (২৪),সাতক্ষীরা জেলার তালা উপজেলার দক্ষিন নলতা গ্রামের জুহুরুল শেখ এর ছেলে জুয়েল শেখ(২৫), পাবনা জেলার আতাইকুলা উপজেলার কয়জুড়ীশ্রীপুর গ্রামের ইসলাম মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩৮), পাবনা জেলার সাথীয়া উপজেলার দারামোদহা গ্রামের আমজাদ হোসেনের ছেলে আবীর হোসেন (২০), মাদারীপুর জেলার সদও উপজেলার পূর্বসিআ্ইপাড়া গ্রামের মো: রেজাউল করিমের ছেলে মেহেদী হাসান মোন্না(২৩),টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মুমিনপুর গ্রামের সাকাওয়াত হোসেনের ছেলে কুহেল (২৫)।

 

গত সোমবার (১৪ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান প্রেস ব্রিফিংয়ে বলেন, কুলাউড়ার কর্মধা থেকে আটক ১৭ জঙ্গি সদস্যদের সঙ্গে নিয়ে পাহাড়ের নির্জন স্থানে জঙ্গিদের নতুন আস্তানায় অভিযান পরিচালনা করবে সিটিটিসি।

 

তিনি আরও বলেন, আটক জঙ্গি সদস্যদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে একজন চিকিৎসক ও চীনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুইজন ইঞ্জিনিয়ার রয়েছেন। প্রসঙ্গত, গত ৭ আগস্ট ঢাকার মিরপুর থেকে একই সংগঠনের আরও ১০ জনকে আটক করা হয়েছিল। পরে ১১ আগস্ট ফরহাদ নামে ঢাকা থেকে আটক করা হয়েছিল আরও একজনকে। ফরহাদের দেওয়া তথ্য অনুযায়ী  ১২ আগস্ট কুলাউড়ার পূর্ব টাট্টিউলি এলাকায় অভিযানে নেমেছিল সিটিটিসি।

 

এম.চৌ:/এসময়

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It