নিশুতি রাত
———————————
নিশুতি রাতে ঘুমায় সবাই,
তারারা শুধু জাগে।
আকাশের গায়ে চাঁদ হাসে,
দারুন দেখতে লাগে।
দেখতে ভালো চাঁদের আলো,
ঝরে মুক্ত রাশি।
লতায় পাতায় নিশির শিশির,
একসাথে বলে ভালোবাসি।
আকাশ জুড়ে আলোর বাহার,
জোনাকিরা কেঁদে মরে।
জোছনা ঝড়ে নদীর বুকে,
ঝিকিমিকি জল করে।
শেয়াল ডাকে ঝোপ থেকে,
ঘুম ভাঙ্গে মাঝ রাতে।
মাধবী আর মালতী লতা,
ফুটেছে একসাথে।
ঘুম নেই চোখে,
জেগে আমি রই।
মনের খাতায় রচিয়া কবিতা,
মনে হয় কবি হই।
আঁধার কেটে ভোর হয়,
জাগে নব আশা।
মনের গহীনে হৃদস্পন্দন,
বাঁধে প্রীতির বাসা।।
কবি- নবনীতা
এম.চৌ:/এসময়
Leave a Reply