স্টাফ রিপোর্টারঃ জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সকালে নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর।
এছাড়াও জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামীলীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ছাড়াও বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।
পরে জেলা আওয়ামীলীগ আয়োজিত শোক র্যালিতে অংশ নেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান এবং পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন উপস্থিত ছিলেন শোক র্যালিতে।
জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, কালো ব্যাচ ধারণ, মিলাদ মাহফিল, দোয়া, আলোচনা সভা, চলচিত্র প্রদর্শণী করা হয় জাতীয় শোক দিবসের কর্মসুচির অংশ হিসেবে।
এম.চৌ;/এসময়
Leave a Reply