প্রকৃত সুখ
বিলকিস আক্তার
———————–
টাকার সুখি, সুখী নয়,
সৎযদি সে না হয়,
আসল সুখী সে-ই হয়
সত্যকে যে করে জয়।
সত্যের জয় রয় চিরদিন
সত্যের কাছে মাথানত।
সত্য কোনদিন থাকেনা গোপন
সব থেকে ধন্য সত্যবাদীর জীবন,
মহানবী আলামিন হলেন সত্যের কারণে
সত্য-ই ছিল তার মুখের বাণী জীবনে মরণে।।
লেখক-
কবি বিলকিস আক্তার
এম.চৌ:/এসময়
Leave a Reply