1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৭:২০ অপরাহ্ন

জয়পুরহাটে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির মামলায় ৪ জনের ডাবল যাবজ্জীবন

মোঃ আব্দুল হাই
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

জয়পুরহাট, জেলা প্রতিনিধি: জয়পুরহাটে চোরাচালানের মামলার দুটি ধারায় ৪ জনের ডাবল যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া দুই ধারায় তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বিকেলে স্পেশাল ট্রাইব্যুনাল-৫ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

 

দন্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের চক শিমুলিয়া রতনপুর গ্রামের সুলতানের ছেলে আমিনুল ইসলাম, মোখলেছুর রহমানের ছেলে সায়েদুর রহমান, মোজা মন্ডলের ছেলে ওবায়দুল ও মৃত তসলিমের ছেলে রইচ উদ্দীন।

 

মামলার বিবরণে জানা গেছে, আসামীরা বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে ট্রান্সফরমার চুরি করে তার মূল্যবান তামা বিক্রি করতো। ২০০৭ সালের ১৯ জানুয়ারি পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের রামভন্দ্রপুর সীমান্ত দিয়ে তারা তামা ভারতে পাচার করছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের ধাওয়া করে ৫৩ কেজি তামাসহ আটক করে বিজিবি। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের পর দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

 

এম.চৌ:/এসময়

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It