1. admin@esomoy.com : admin :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০১:৪০ অপরাহ্ন

পরীক্ষার হলে মাঃ বাইরে নানির কোলে মায়ের অপেক্ষায় ৩৭ দিনের সোহান

ডাঃ মোঃ হাফিজুর রহমান (পান্না)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো : সারাদেশে একযোগে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা। আর রাজশাহীতে সেই পরীক্ষায় অংশ নিয়েছেন মাহমুদা আক্তার ও আমিরুল ইসলাম নামের এক দম্পতি।

 

 

 

রাজশাহী নগরীর শাহ মখদুম কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে ব্যস্ত মাহমুদা আক্তার। অন্যদিকে কেন্দ্রের বাইরে নানির কোলে বসে মায়ের জন্য অপেক্ষা করছে মাহমুদার ৩৭ দিনের সন্তান ইব্রাহিম ইসলাম সোহান।

 

 

 

 

শিশুটির নানি হামিদা বেগম বলেন, আমার নাতির বয়স মাত্র ৩৭ দিন। মেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। ছোট্ট বাচ্চা কখন ক্ষুধার জন্য কাঁদতে পারে তাই পরীক্ষা কেন্দ্রের বাইরে নাতিকে নিয়ে বসে আছি।

 

 

 

 

সোহানের খালা শাহানা খাতুন বলেন, মাহমুদা আমার ছোট বোন। ২০২২ সালের ৪ ফেব্রæয়ারি প্রেম করে বিয়ে করে সে। সোহানের বাবাও এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। তবে কারিগরি বোর্ড হওয়ার কারণে কয়েকদিন পরে তার পরীক্ষা শুরু হবে। পরীক্ষার জন্য আমার বোন বাড়িতে এসেছে। আমার সাবই চাই সে যেন ভালো করে পরীক্ষা দিতে পারে। এজন্য আমার সবাই মিলে তাকে সহযোগীতা করছি।

 

 

 

 

এ বিষয়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ছোট শিশু নিয়ে কেউ পরীক্ষা দিচ্ছে এমন তথ্য আমার কাছে নেই। কেন্দ্রে থেকেও জানানো হয়নি। তবে এমন হলেও আমাদের পক্ষ থেকে পরীক্ষায় কোনো ধরনের সহয়োগীতা করার নিয়ম নেই। তবে আনেক সময় মানবিকতার খাতিরে এটি করা হয়।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It