যশোর জেলা প্রতিনিধিঃ যশোর সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে কেন্দ্রীয় কারাগারের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কার্প জাতীয় এই মাছের পোনা অবমুক্ত করা হয়।
কেন্দ্রীয় কারাগারের পুকুরে পোনা অবমুক্তকরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত)সুরাইয়া আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ, জেলর শংকর কুমার মজুমদার, ডেপুটি জেলর রহিম মন্ডল, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ প্রমুখ।
যশোর মুদ্রণ শিল্প মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ
যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেছেন। শুক্রবার প্রেসক্লাব যশোরের দ্বিতীয়তলায় অডিটোরিয়াম এক অনুষ্ঠানে নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন। শপথ গ্রহন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি বীর মুক্তিযুদ্ধো আব্দুল মান্নান।
সংগঠনের সাবেক আহবায়ক ফজলে রাব্বি মোপাসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধো আশোক কুমার রায় ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান আলী, যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার শাহিন ইকবাল, নবনিবাচিত সভাপতি সাব্বির মালিক, দপ্তর সম্পাদক ওয়ারেশ আলী আনসারী খাজা, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক রাইমা খাতুন হাফিজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহেন শাহ রানা।
নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করান যশোর উপশহর কলেজের সাবেক অধ্যক্ষ জেলা মুদ্রণ শিল্গ মালিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান শাহিন ইকবাল।
যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী যারা শপথ গ্রহন করেছেন সভাপতি সাব্বির মালিক বাবু ও সাধারণ সম্পাদক শাহিনশা রানা
এছাড়া আরো শপথ গ্রহন করেন, দুই সহ-সভাপতি নুর ইসলাম ও সুলতান আহমেদ, দুই সহ-সাধারণ সম্পাদক আবু ইসহাক বাবু ও কামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আক্তার, প্রচার সম্পাদক বিপ্লব মাহমুদ, দপ্তর সম্পাদক ওয়ারেশ আলী আনসারী খাজা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাহিমা খাতুন হাফিজ,
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাসেম আলী, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শরীফ, তিন নির্বাহী সদস্য মিজান চৌধূরী,জাহিদুল ইসলাম ও ইস্রাফিল হোসেন। এসময় প্রধান নির্বাচন কমিশনার শাহীন ইকবাল ছাড়াও উপস্থিত ছিলেন সদস্য সচিব আবু জাফর, সদস্য তরিকুল ইসলাম ও ইকবাল হোসেন।
Leave a Reply