খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ আজ শুক্রবার (১৮আগস্ট) নলবাড়ি হতে দুবলিয়া গ্রাম পর্যন্ত অনাবাদি জমি পরিদর্শন করেন ৬নং গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন(লিটন)।
এসময় উপস্থিত ছিলেন ৮ নং ইউপি সদস্য বিমল চন্দ্র রায় সহ স্থানীয় কৃষকেরা দীর্ঘ ১০,বছর ধরে অনাবাদি হয়ে পড়ে থাকা সর্ব মোট ৪ হাজার একর জমি ক্যানেল খননে আমন চাষ করতে উপযোগী হয়ে উঠে ফলে কৃষকের মুখে আনন্দের হাসি।
সরেজমিন ঘুরে দেখা গেছে কৃষকেরা ৩,হাজার একর জমির অধিক আমন চাষ করেছে। চারা না থাকার ফলে প্রায় ১০,১৫, বিঘা জমি আমন চাষ করতে পারেনি বলে জানান স্থানীয় কৃষকেরা
কৃষকেরা আরো জানান ক্যানেল খননে আগামীতে ৪,হাজার একর জমি চাষাবাদ করতে কোন অসুবিধা হবে না আমাদের।
Leave a Reply