1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৩৬ অপরাহ্ন

বই বৃত্তি দেশের শত শিক্ষার্থীর হাতে

মালিক উজ জামান
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর জেলা প্রতিনিধিঃ সারাদেশের ১০০ শিক্ষার্থীকে বৃত্তি হিসেবে একাডেমিক বই উপহার দিল উইনি-সানাবিল স্টুডেন্ট স্কলারশিপ প্রোগাম।

 

 

যশোরের আরআরএফ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের হাতে এই বই তুলে দেন সম্মানিত অতিথি যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস ও স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান।

 

 

 

উইনি-সানাবিল স্টুডেন্ট স্কলারশিপ প্রোগামের আওতায়, উদ্যোক্তা তৈরী ও শিক্ষার্থীদের সাহায্যের অনলাইন প্লাটফর্ম ‘বাংলাদেশ শিক্ষার্থী ও উদ্যোক্তা গ্রুপ’র (উইনি) মাধ্যমে এবং সানাবিল ফাউন্ডেশনের অর্থায়নে একশ মেধাবী অস্বচ্ছল শিক্ষার্থীর হাতে তাদের চাহিদা অনুযায়ী একাডেমিক বই তুলে দেয়া হয়।

 

 

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইনি ও আইডিয়ার প্রতিষ্ঠাতা যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন।

 

 

 

 

অনুষ্ঠানের সম্মানিত অতিথি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস বলেন, ‘একটি অনলাইন প্লাটফর্ম এভাবে এতোজন শিক্ষার্থীর উপকার করতে পারছে এটা অবিশ্বাস্য হলেও আশীর্বাদ। উইনিঅনলাইন উদ্যোক্তা তৈরীর মাধ্যমে হাজারো শিক্ষার্থীকে স্বাবলম্বী করে তুলছে; পাশাপাশি অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশেও দাঁড়াচ্ছে। শুক্রবার সন্ধ্যায় এটি অনন্য একটি উদ্যোগ।’

 

 

 

 

সম্মানিত অতিথি স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান বলেন, ‘ফেইসবুক প্লাটফর্মের উদ্যোগে যেভাবে প্রত্যন্ত অঞ্চলে শতাধিক শিক্ষার্থীর বই পৌঁছে যাচ্ছে তা অভাবনীয়। ভার্চুয়াল একটি প্লাটফর্ম এতো সুন্দর কাজ করছে, যা অভাবনীয়।’

 

 

 

অনুষ্ঠানের সভাপতি ও উইনি-আইডিয়ার প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন বলেন, ‘উইনি একটি ভার্চুয়াল প্লাটফর্ম, কিন্তু প্রতিনিয়ত বাস্তবিক অর্থেই গ্রুপটি শিক্ষার্থীদের সহায়তা করছে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার এটি একটি সূচনা আমি মনে করি। এই প্রজেক্টের আওতায় প্রত্যন্ত অঞ্চলেও কোনো কুরিয়ার চার্জ ছাড়াই অস্বচ্ছল শিক্ষার্থীরা তাদের চাহিদা অনুযায়ী একাডেমিক বই পেয়ে যাচ্ছে। সানাবিল ফাউন্ডেশন পাশে থেকে আমাদের এই সুযোগ দিয়েছে। উইনি তা ফলপ্রসূ করেছে।

 

 

 

 

 

বাংলাদেশ শিক্ষার্থী ও উদ্যোক্তা গ্রুপ (উইনি)’র নির্বাহী প্রধাণ মল্লিকা আফরোজ জানান, “এর শুরুটা কঠিন ছিলো। শিক্ষার্থীবান্ধব অনলাইন প্লাটফর্মগুলো এই বৃত্তির কথা বিশ্বাস না করায় গতবছর অনেক প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়েছে। এবার দ্বিতীয় বছরে যখন বইয়ের জন্য আবেদন ভার্চুয়ালি নেওয়া শুরু হয়, তখন অভূতপূর্ব সাড়া পেয়েছি।

 

 

 

সবচেয়ে বড় কথা সারাদেশের নানান অঞ্চলের শিক্ষার্থীরা এখন বিশ্বাস রাখতে পারছে ভার্চুয়াল এই প্লাটফর্ম এর প্রতি। সবাইকে বই দেওয়ার সক্ষমতা এখনো হয়নি, তবে প্রাথমিক বাছাইয়ের পর দিনশেষে যেসকল শিক্ষার্থীর কাছে এই স্কলারশিপ পৌঁছাতে পেরেছে- তারা অনেক খুশি।’

 

 

 

 

উল্লেখ্য, গত ১২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ২০ জন শিক্ষার্থীকে বই প্রদানের মাধ্যমে এ বছর এই আয়োজনের সূচনা করা হয়। গতবছর-ও এই প্লাটফর্ম থেকে সারা দেশের শতাধিক শিক্ষার্থী একাডেমিক বই পেয়েছিলো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It