1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৪:৫৮ অপরাহ্ন

হবিগঞ্জের মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সেলিম উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুুর ইউনিয়নের রসুলপুর গ্রামে ১ সন্তানের জননী মিনারা বেগম (২৬) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

 

গতকাল শনিবার সকালে থানার এস.আই দ্বীন মোহাম্মদ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। নিহত মিনারা বেগম উপজেলার বহরা ইউনিয়নের দৌলতপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

 

 

পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায় প্রায় ৩ বছর আগে উপজেলার জগদীশপুুর ইউনিয়নের রসুলপুর গ্রামের নূর উদ্দিনের মেয়ে মিনারা বেগমের সঙ্গে বহরা ইউনিয়নের রকিকুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তাদের কুলজুড়ে আসে একটি মেয়ে সন্তান।

 

 

 

বেশ কিছুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমাল্যন সৃষ্টি হয়। শুক্রবার রাতে খাবার খেয়ে রুমে ঘুমাতে যায়। সকালে পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও মিনারার কোন সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ডুকে দেখতে পায় মিনারা ঘরের তীরের সঙ্গে ঝুলে রয়েছে। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

 

 

 

 

থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম খাঁন জানান-পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It