1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৭:০৪ অপরাহ্ন

নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আতাউর শাহ
  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় বনার্ঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

রবিবার (২০আগষ্ট) বিকেলে শহরের নওজোয়ান মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড় বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

 

সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী মোকতার হোসেন।

 

 

 

এসময় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম পবলু, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রুহুল কুদ্দুস পলাশ, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান নাহিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম গুলজার ও সদস্য সচিব নওশাদ খান এরশাদ, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল ও সদস্য সচিব মোস্তাকিম মানিকসহ অন্যান্যরা।

 

 

 

সমাবেশে জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It