ভালোবাসা
বর্ণালী মালাকার বর্ণ
ভালোবাসা সবারই ললাটের প্রতিটায়
হৃদয়ের দোলনাতে আজীবন দোল খায়;
স্বপনের দুয়ারেতে আঁখিখানা জেগে রয়
কল্পনার জোয়ারের আঁকাবাঁকা ঢেউ বয়।
ভালাবাসা চাঁদেরই জোৎস্নায় ভেসে যায়,
কৃষ্ণেরই রাধারাণী ঝুলনেতে দোলে যায়।
বাঁশরীর ঝংকারে ব্রজগোপী আসে তাই;
একমনে চেয়ে রয় অন্যথায় মন নাই।
ভালোবাসা জীবনের অংশতে স্থান পায়,
গভীরের হৃদতটে কতশত গীত গায়।
পুষ্পেরই মত ফুটে ভাবনার বাগিচায়;
রংঢালা পাপড়ির এলোমেলো শোভা পায়।
ভালোবাসা স্বর্গেরই মূল্যবান উপহার,
পৃথিবীর বুকে ভাসে মানুষেতে স্থান তার।
কবিদের কবিতার শোভা ছড়া রূপ যার,
কবিতায় ফুটে রয় গানে জয় বারেবার।
ভালোবাসা গোলাপের সুবাসের সেই ঘ্রাণ;
পাপড়ির হাতছানি লালরূপে কত টান।
যে’বা চিনে ভালোবাসা সেতো মহাজ্ঞানী জন,
পুষে রাখে আজীবন শুধু যার এক মন।
লেখক- বর্ণালী মালাকার বর্ণ
এম.চৌ:/এসময়
Leave a Reply