হারিয়ে ফেলেছি
মল্লিকা পারভীন
হৃদয়ে সমস্ত বাসনা জুড়ে যার ছিল বসবাস, আনাগোনা
সে আমার অস্তিত্বকে মিছে মায়ার বেড়া জালে মুড়িয়ে কখন কিভাবে যে হারিয়ে গেছে তা হৃদয় একটুও টের পায় নি।
আমার হৃদয়ের হা-হাকার আর আর্তনাদ কেবলি জানান দেয় যে আমি সত্যকে হারিয়েছি,হারিয়েছি আমার স্বপ্নের জগত
ভালোবাসাকে সস্তার চোখে দেখলে হারিয়ে যাওয়া সহজ।
হৃদয় নিংড়িয়ে জীবনের পাতায় যার তাজমহল গড়েছি
সে আমার সত্যকে উপেক্ষা করে মিছে মায়ার ঘর তুলেছে।
আমার ব্যর্থতার গ্লানি আমায় ধিক্কার দেয়, ব্যর্থ হৃদয় কাতরে বিভোর
তবুও যেন পথ চলা,হয়তো বেঁচে থাকার নামে অভিনয়ের হাত ধরে।
হারিয়ে ফেলা ভালোবাসার বেদনার সুর হৃদয়ে টুনটুন করে বিঁধবে কিছু সময়
এর পর ঠিকই সব আগের গতিতে চলবে,সত্যতা ভালোবাসাকে টিকিয়ে রাখে আজীবন
মিছে মায়ার পিছনে,মেকি দিয়ে কয় দিনই চলা যায় এ ভুবনে?
যাক তোমাকে হারিয়ে হয়তো আমার নতুন জগত পাওয়া হবে,
যে জগতে হয়তো তোমার টান থাকলেও উপায় থাকবে না
সত্যকে ভালোবাসি,সত্যের জন্য জীবন দিব,সত্যকেই জয় করব।
লেখক-
মল্লিকা পারভীন
এম.চৌ:/এসময়
Leave a Reply