যশোর জেলা প্রতিনিধিঃ যশোর কোতয়ালি মডেল থানা পুলিশ জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে। মঙ্গলবার ২২ আগষ্ট বিকালে জেলা পরিষদ মিলনায়তন বিডি হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের দেশ প্রেমিক হতে দীক্ষা দিয়েছেন। তিনি ছিলেন নির্লোভ ও জনহিতকর মানুষ। হায়েনারা তাকে সপরিবারে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধু মৃত্যুর পর তার আদর্শে আরো উজ্বল হয়েছেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি মো: তাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য দেন, যশোর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ ও যশোর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী।
Leave a Reply