স্টাফ রিপোর্টারঃ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শোকাবহ আগস্ট স্মরণে নীলফামারীতে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১ টায় বাংলাদেশ তাঁতীলীগ নীলফামারী জেলা শাখার আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ তাঁতীলীগ নীলফামারী জেলা শাখার সভাপতি দেওয়ান সেলিম আহমেদ এর সভাপতিত্বে ও জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. জামিল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মমতাজুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন, জেলা তাঁতীলীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাড. জামিল আহমেদ প্রমূখ। পরে তাঁতীলীগের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
Leave a Reply