1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০১:১৬ অপরাহ্ন

বানিয়াচংয়ে ক্ষুদ্র নৃ-গোষ্টির শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের বাইসাইকেল বিতরণ

শাহ সুমন
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে ক্ষুদ্র নৃ-গোষ্টির রবিদাস সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের বাইসাইকেল বিতরণ করা হয়েছে।বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বাইসাইকেল বিতরণ করেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক দেবী চন্দ।

 

 

মঙ্গলবার ( ২৯ আগস্ট) বিকাল ৪টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে রবিদাস সম্প্রদায়ের ২০ জন শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের এই বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

 

 

প্রধানমন্ত্রীর উপহার বাইসাইকেল পেয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রঞ্জিত রবিদাস আনন্দিত।

 

 

 

রঞ্জিত রবিদাস জানায়, আমি এই সাইকেল চালিয়ে প্রতিদিন এখন সময়মতো স্কুলে যাইমু। আমি খুব খুশি।অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রবিন রবিদাস জানান,আমার বাড়ি থেকে স্কুল অনেক দূরে। আমি এখন থেকে প্রতিদিন স্কুলে যেতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমার মত একজন শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়ায়।

 

 

 

দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সনৎ রবিদাস জানান,আমাদের রবিদাস সম্প্রদায়ের শিক্ষঅর্থীদের জন্য বাইসাইকেল একটি স্বপ্নের নাম।আমাদের জন্য বিশাল স্বপ্নগুলো মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ক্ষুদ্র একটি বিষয়।তিনি এই ক্ষুদ্র মানুষগুলোর জন্যও ভাবেন। উনাকে ধন্যবাদ। উনার জন্য সবসময় আমাদের প্রার্থনা।

 

 

 

এ ব্যাপারে বানিয়াচং উপজেলার রবিদাস সম্প্রদায়ের সমাজকর্মী সাজন রবিদাস জানান, আমাদের সমাজের জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভাবেন। রবিদাস সম্প্রদায়ের মানুষের আশ্রয়নের ঘর সহ বিভিন্ন সহায়তা প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন।উনারে ধন্যবাদ জানাই। উনার জন্য সবসময় আমাদের প্রর্থনা রইলো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It