1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:০৯ অপরাহ্ন

নড়াইল পৌর মহিলা আওয়ামী লীগের শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাফিজুল নিলুু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর পৌর মহিলা আওয়ামীলীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

 

 

 

বুধবার (৩০ আগষ্ট) বিকাল ৪টায় নড়াইল জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ।

 

 

 

 

নড়াইল সদর পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধার সন্তান সঞ্চিতা আহমেদের সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, কর্মময় জীবন ও মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা সহ জীবন ও কর্মের ওপর বক্তব্য তুলে ধরেন প্রধান অতিথি জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া খানম, সম্মাণিত অতিথি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, প্রধান বক্তা জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা,

 

 

 

বীরমুক্তিযোদ্ধা অর্পণা দাস, বাঘারপাড়া উপজেলা মহিলা যুবলীগ নেত্রী শাহিনা হোসেন পল্লবী, জাতীয় মহিলা সংস্থা নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা, নড়াইল জেলা পরিষদের সাবেক সদস্য রওশন আরা কবির লিলি, নাজনীন সুলতানা রোজী, সদর উপজেলা মহিলা আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি নাছিমা হক পলি, পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীরা রানী বিশ্বাস প্রমুখ।

 

বক্তারা বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে মহিলা আওয়ামীলীগকেও জোরালোভাবে কাজ করে যেতে হবে। এই আগষ্ট মাসের শোককে শক্তিতে রূপান্তরিত করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামলীগ সরকারকে আগামীতে ক্ষমতায় আনতে কাজ করতে হবে।

 

 

আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ শাহাদতবরণকারীদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও পরে খাবার বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রচন্ড গরমকে উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত হন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It