প্রকৃতি প্রেম____
বিলকিস আক্তার
নীল আকাশে চাঁদের হাসি
প্রাণের চেয়েও ভালোবাসি।
গাছে ফুটে ফুলের রাশি,
ভালোবাসি ভালোবাসি।
মায়ের মুখে মধুর হাসি,
ভালোবাসি ভালোবাসি,
শিশির বিন্দু রোদের হাসি,
কাজল নদী ভালোবাসি।
রাতের আকাশ তারায় ভরা,
নদীতে তার স্রোতের ধারা।
গাছের ডালে পাখির বাসা,
শিশুর মুখের বাংলা ভাষা।
বিলের জলে শাপলার হাসি,
ভালোবাসি ভালোবাসি।
লেখক – বিলকিস আক্তার
এম.চৌ:/এসময়
Leave a Reply