1. admin@esomoy.com : admin :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৬ অপরাহ্ন

মানিকগঞ্জে কৃষি জমি সুরক্ষা কমিটি গঠন ও জেলা প্রশাসক বরাবর স্মারক প্রদান

মোঃ নজরুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ কৃষি জমি সুরক্ষা করি,খাদ্যে সার্বভৌমত্বের সংগ্রাম জোরদার করি” এই স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক দীর্ঘদিন ধরে কৃষি জমি সুরক্ষাসহ স্থায়িত্বশীল কৃষি ব্যাবস্থার সংগ্রাম করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ মানিকগঞ্জ বেউথা আরব ভবন মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত আলোচনা সভা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

 

 

সভায় এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ এর সভাপতিত্বে ও উন্নয়নকর্মী মো.নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়।আলোচনায় অংশগ্রহণ করেন মানিকগঞ্জ জেলা পরিষদের সম্মানিত সদস্য আব্দুর রাজ্জাক রাজ।

 

 

 

আলোচনায় আরও অংশগ্রহণ করেন জাতীয় কৃষক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শামসুল আলম, জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মো.সমাপ্ত হোসেন, জেলা কৃষক সমিতির সহসভাপতি কমরেড দুলাল বিশ্বাস, সাধারণ সম্পাদক কমরেড সেতোয়ার হোসেন খান, জেলা কৃষি উন্নয়ন কমিটির সভাপতি মো করম আলী মাস্টার,

 

 

 

কৃষাণী ও নারীনেত্রী সেলিনা বেগম, তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কচি,ন্যাপের সাধারণ সম্পাদক লুৎফর রহমান ইলিচ, আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের সভাপতি মো.হাবিল উদ্দিন, সাধারণ সম্পাদক কবি কায়ুম শাহজী, অধ্যাপক মাইনুদ্দিন, কৃষক নেতা মো.ইব্রাহিম মিয়া,পদ্মা পারের পাঠশালার সমন্বয়কারী মীর নাদিম,ইয়ুথ গ্রীণ ক্লাবের জেলা সহসভাপতি মিজানুর রহমান হৃদয় প্রমুখ।

 

 

বক্তারা বলেন বৈশ্বিক পূঁজি বাদী অর্থব্যবস্থায় চারিদিকে ভোগবাদী জীবনের জন্য কৃষি জমি আশংকাজনক হারে হ্রাস পাচ্ছে। আগামী দিনগুলোতে মানুষ ও প্রাণের বেচে থাকতে হলে কৃষি জমি সুরক্ষায় ব্যাক্তি সমাজ ও রাষ্ট্রের যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালন করতেই হবে।

 

 

 

নাগরিক মঞ্চ থেকে ‘মানিকগঞ্জ কৃষি জমি সুরক্ষা কমিটি’ নামের সংগঠনের এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ কে আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড শামসুল আলম খান কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।আগামী পনের দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

 

 

এস এম /এসময়

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It