1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:৫২ অপরাহ্ন

লতিফ ভূঁইয়া কলেজে ইয়ুথ এন্ডিং হাঙ্গারের কর্মশালা অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম ইফতি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ আজ (৩১ আগস্ট) ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজে প্রত্যাশা ও প্রতিশ্রুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

 

 

সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের জন্য নিবেদিত সেচ্ছাসেবী তৈরির লক্ষ্যে “প্রত্যাশা, প্রতিশ্রুতি ও কার্যক্রম” শীর্ষক কর্মশালায় তরুণ শিক্ষার্থীরা স্বস্তঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

 

 

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উক্ত কলেজের মাননীয় প্রিন্সিপাল মোহাম্মদ বাশার, বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক রিদওয়ানুল হক, বিজ্ঞান বিভাগের রসায়নের শিক্ষক আব্দুল হালিম, শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক শামসুল আলম প্রমুখ।

 

 

 

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে সামাজিক দায়বদ্ধতা নিয়ে ভূমিকা রাখতে আলোচনা করেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর সাবেক জাতীয় ফোরাম সদস্য মোহাম্মদ জারিফ অনন্ত।

 

 

 

 

সমাপনী বক্তব্য রাখেন জেলার যুগ্ম সমন্বয়কারী রাকিবুল ইসলাম ইফতি। এসময় তিনি বলেন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার হচ্ছে আত্নপ্রত্যয়ী তারুণ্যের দক্ষতা বৃদ্ধির প্লাটফর্ম। আমরা নিজেদের তৈরী করে সমাজের ইতিবাচক ও স্থায়ীত্বশীল পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন কাজ করছি।

 

 

এছাড়াও তরুনদের উচ্চতর শিক্ষা অর্জন ও ক্যারিয়ার গঠনে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে আমাদের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত আছে। সমাজ পরিবর্তনের এই কার্যক্রমে তরুণদের সক্রিয় ভূমিকা রাখতে আমরা আহ্বান জানাই।

 

 

 

 

উক্ত কর্মশালায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী রাকিবুল ইসলাম ইফতি, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদ সারোয়ার রনি, ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ইউনিটের যুগ্ম সমন্বয়কারী (নারী) ইসরাত জাহান কনক, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের ঢাকা অঞ্চলের সাবেক আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ জারিফ অনন্ত।

 

 

 

উক্ত কর্মশালায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের পরিচয়, সামাজিক দায়বদ্ধতা, প্রত্যাশা ও প্রতিশ্রুতি নিয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে স্পষ্ট ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেশনগুলো ছিল প্রাণবন্ত। উক্ত কর্মশালায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধিরা তাদের কাজের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং প্রশিক্ষণার্থীদের সামাজিক দায়বদ্ধতামূলক কাজের প্রতি উদ্ধুদ্ধ করেন।

 

 

 

সবশেষে প্রশিক্ষণার্থীদের সাথে গ্রুপ ছবি তোলার মাধ্যমে উক্ত কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।

 

এস মি /এসময়

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It