1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ন

এইচআইভি রোগীদের চিকিৎসায় যশোরে এন্টিরেট্রোভাইরাল থেরাপি সেন্টার উদ্বোধন

মালিক উজ জামান
  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর জেলা প্রতিনিধিঃ এইচআইভির চিকিৎসা এখন থেকে যশোর ২৫০ জেনারেল হাসপাতালে এইচআইভি রোগীদের চিকিৎসায় যশোরে এন্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) সেন্টার উদ্বোধন করা হলো ২৫০ জেনারেল হাসপাতালে। এর ফলে এইচআইভি রোগীদের চিকিৎসার জন্য আর খুলনায় ছুটতে হবে না। যশোরেই তাদের চিকিৎসাসেবা দেয়া দেয়া হবে।

 

 

 

রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নিচতলায় এআরটি সেন্টারটি উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) রাশিদা সুলতানা।

 

 

 

এআরটি উদ্বােধন অনুষ্ঠানে প্রধান অতিথি উদ্বোধন রাশিদা সুলতানা বলেন, এইচআইভি প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। আগে কোনো রোগীর এইচআইভি দেখা দিলে এই সমাজ থেকে তাকে আলাদা করে রাখা হতো। এখন পাশাপাশি বসে, এক বিছানায় থেকে ও এক প্লেটে খেতেও দেখা যায়। এটা সম্ভব হয়েছে শুধু মাত্র জনসচেতনতার কারণে।

 

 

সপ্তাহ খানেক আগে এইচআইভি আক্রান্ত এক রোগী যশোর জেনারেল হাসপাতালে সন্তান জন্ম দিয়েছেন। যা ছিলো খুবই চ্যালেঞ্জের তা সম্ভব হয়েছে। জেলা শহরে এটা প্রথম। ডাক্তার নিলুফা ইয়াসমিনের নেতৃত্বে সিজার করানো হয়েছে। আমার অনেক দিনের স্বপ্ন ছিলো যশোর ২৫০ জেনারেল হাসপাতালে এমন সফলতা আসুক। সেটা আজ বাস্তবায়ন হলো।

 

 

 

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত পরিচালক সামিউল ইসলাম, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ এ এইচ এম আহসান হাবীব, খুলনা বিভাগীয় পরিচালক ডাক্তার মনজুর মোরশেদ, ডাক্তার জসিম উদ্দিন,

 

 

স্বাস্থ্য বিভাগের লাইন ডিরেক্টর ডাক্তার মাহফুজুর রহমান, যশোরের সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস, ডাক্তার এম এ বাশার, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল জুয়েল ইমরান, ডাক্তার গৌতম কুমার আশ্চর্য, হাসপাতালে আরএমও (আবাসিক মেডিকেল অফিসার) পার্থ প্রতিম চক্রবর্তী প্রমুখ।

 

 

এর আগে অতিরিক্ত মহাপরিচালক রাশিদা সুলতানা হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

 

 

 

অপেক্ষার প্রহর শেষ হয়েছে। আর নয় খুলনা, এবার যশোরে মিলবে এইচআইভি/এইডস রোগীর উন্নত চিকিৎসা। ইতিমধ্যে হাসপাতালে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আর এটা জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার পার্থ প্রতীম চক্রবর্তী। রবিবার ৩সেপ্টেম্বর এন্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) সেন্টারের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) রাশেদা সুলতানার নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

 

 

 

সূত্র জানায়, বিগত দিনে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বিভিন্ন বেসরকারি সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে এইডস রোগীদের টেস্ট ও কাউন্সিলিং করা হতো। যাদের উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল তাদের খুলনায় রেফার করতে হতো।

 

 

 

কেননা, এ হাসপাতালে কোনো এন্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) সেন্টার ছিল না। এতে করে যশোরবাসীর একমাত্র ভরসাছিল খুলনা। যাতায়াত বিড়ম্বনা ও ব্যয়ের কথা চিন্তা করে অনেকে এ রোগের চিকিৎসা গ্রহণ করতেন না। তবে, আজ থেকে এই হাসপাতালে এইচআইভি রোগীরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, বিনামূল্যে ওষুধ ও প্রয়োজন হলে ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবেন।

 

 

 

পরিসংখ্যান বলছে, যশোরে গত ১৭ বছরে মরণব্যাধি এইচআইভি এইডসে আক্রান্ত হয়েছে ১৪৬ জন। এরমধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আটজন পুরুষ ও পাঁচজন নারী ও শিশু। সীমান্তবর্তী জেলা হওয়ায় এইডস ঝুঁকিতে রয়েছে যশোর। ২০০৬ সাল থেকে এইচআইভি পরীক্ষা-নিরীক্ষা শুরু হয় যশোরে।

 

 

 

২০০৬-২০২২ পর্যন্ত ১৪৬ জন নারী-পুরুষের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। এরমধ্যে ২০০৮ সালে দু’জন, ২০১০ সালে সাতজন, ২০১১ সালে ছয়জন, ২০১২ সালে নয়জন, ২০১৩ সালে আটজন, ২০১৪ সালে ২৩ জন, ২০১৫ সালে ৩৩ জন, ২০১৬ সালে ১৩ জন, ২০১৭ সালে আটজন, ২০১৮ সালে ছয়জন, ২০১৯ সালে ১০ জন, ২০২০ সালে ১০ জন, ২০২১ সালে একজন, ২০২২ সালে ১০ জন এবং ২০২৩ সালে সরকারি এমএম কলেজের তিন শিক্ষার্থীসহ সাতজন রয়েছেন।

 

 

 

আবাসিক মেডিকেল অফিসার পার্থ প্রতীম চক্রবর্তী জানান, যশোরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এ হাসপাতালে একটি এন্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) সেন্টার স্থাপনের। এখন থেকে নিয়মিত এখান থেকে যশোরসহ আশপাশের জেলার মানুষ সেবা নিতে পারবেন।

 

 

 

এ রোগে আক্রান্ত হলে লজ্জা না পেয়ে হাসপাতালে এসে চিকিৎসা গ্রহণ করতে হবে। কেননা এ সকল রোগীর ব্যক্তিগত তথ্য শতভাগ নিরাপদ থাকে। তাই স্বচ্ছন্দ্যে এ জেলার মানুষ এ কর্নার থেকে সেবা নিতে পারেন।

 

এস এম/এসময়

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It