1. admin@esomoy.com : admin :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩২ অপরাহ্ন

যশোর সাংবাদিক সমবায় সমিতির যাত্রা শুরু

মালিক উজ জামান
  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর জেলা প্রতিনিধিঃ কেক কেটে ও লোগো উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে যশোর সাংবাদিক পরিবার সমবায় সমিতি লিমিটেড (জেএসপিএসএস লি.)।

 

 

আত্মপ্রকাশ উপলক্ষে শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে যশোর পৌরশহরের একটি রেস্টুরেন্ট হলরুমে সভা হয়েছে।

 

 

 

সমিতির সভাপতি ফারাজী আহমেদ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর সদর উপজেলা সমবায় কর্মকর্তা রণজিত কুমার দাশ।

 

 

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস-এর চিফ রিপোর্টার মধুসূদন মন্ডল ও জেলা সমবায় অফিসের পরিদর্শক সেলিম চৌধুরী।

 

 

আলোচনা সভা শেষে সমিতির সদস্যদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে লোগো ও রেজিস্ট্রেশন নম্বর উন্মোচন এবং কেক কাটেন অতিথিরা।

 

 

 

সমিতির সম্পাদক সাইফুল ইসলাম সজল জানান, বিভিন্ন জাতীয় এবং স্থানীয় দৈনিক পত্রিকা, ইলেক্ট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থায় যশোরে কর্মরত ২৬ জন সাংবাদিককে নিয়ে এ সমিতি গঠন করা হয়েছে।

 

 

এর বাইরে আরও সাংবাদিক আছেন। তারাও আগ্রহী হলে সমিতির গঠনতন্ত্র (উপবিধি) অনুযায়ী সদস্য হতে পারবেন। মূলত সদস্য সাংবাদিকদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ সমিতি কাজ করে যাবে।

 

এস এম /এসময়

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It