1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:২২ অপরাহ্ন

রায়পুরায় রাস্তা দখল ও সরু করার প্রতিবাদে মানববন্ধন

সাইফুল ইসলাম রুদ্র
  • প্রকাশের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নরসিংদী জেলা প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরা উপজেলার রাজপ্রসাদ গ্রামের একটি মাজার শরীফের রাস্তা দখল ও সরু করার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

 

 

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেন তারা। সোমবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে এলাকার সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।

 

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, এলাকার ও দূর দূরান্তের বহু ভক্ত সারা বছরই হযরত শাহ্ সুফি টকি মোল্লা (রঃ) এর মাজার শরীফে আসা যাওয়া করেন। প্রতি বছরই ওরশে হাজারো মানুষের আগমন ঘটে। সম্প্রতি ৩ শত বছরের পুরনো ১২ ফিট রাস্তাটি ৬ ফিট সর করে চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে কতিপয় লোক।

 

 

এতে মানুষ মারা গেলে কবরস্থানে লাশ নিয়ে যাওয়াসহ চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। রাস্তাটির প্রয়োজনীয়তা সরেজমিন পরিদর্শন করে রাস্তাটির সমস্যা সমাধানের দাবি জানানো হয় মানবন্ধনে। পরে তাঁরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেন।

 

 

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা এডভোকেট খন্দকার হালিম, এনামুল হক, টিপু সুলতান, রাজিব খন্দকার প্রমুখ।

 

এস এম /এসময়

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It