1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:২৩ অপরাহ্ন

জন্মাষ্টমী উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কুড়িগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

বিপুল কুমার রায়
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রির্পোটারঃ

কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে আসন্ন জন্মাষ্টমী উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে কুড়িগ্রাম জেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্তসভায় কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস, সাধারণ সম্পাদক দুলাল কর্মকার, সহ সভাপতি অসীম কুমার সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি সুবল ঘোষ, পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুভাষ চন্দ্র সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আসন্ন জন্মাষ্টমী সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং কোন কুচক্রী মহল নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে তবে তাদের বরাবরের ন্যায় আইনের আওতায় আনা হবে মর্মে প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ সুপার।

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী, ডিআইও-১ মোঃ আব্দুর রাজ্জাক, ওসি ডিবি মোঃ আইয়ুব আলী, আরআই পুলিশ লাইন্স মোঃ জহুরুল ইসলাম, টিআই বানিউল আনাম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It