‘তোমার দ্বার রুদ্ধ করে’
মল্লিকা পারভীন
তোমার ভালোবাসা পেয়ে আমি
যতটা ভেবেছি হৃদয়ের গহিনে তোমাকে
মনে হয় তুমি আমার অন্য এক পৃথিবী
যেখানে বাস করি তুমি আর আমি
নেই কারো সমাগম কিংবা বারন
যা শুধু তোমাকেই ঘিরে করেছি ধারন।
অথচ সেই তুমি শুধু তোমাকে ভেবে
তোমার কাছে যাওয়ার প্রতিটি দ্বার
দিলে এক নিমিষেই রুদ্ধ করে
এতো কষ্ট নিয়ে কি করে থাকবো তাহলে?
কার কাছে গিয়ে বলবো এভাবে
সারাটি দিনের ক্লান্তি ময় সব কিছু ভুলে
তোমাকে দেখে কিংবা একটু কথা শুনে
আমার প্রতিটি মুহুত্ব কাটে—
তুমি কি পারতে না বলো
একটু সময় দিতে?
যা শুধু আমায় ভালোবাসো বলে!
যদি ভুল হয় এই ছোট আবদারে
তাহলে আর বলবো না কোন কালে।
তবে জেনে রেখো তুমি আমার ছিলে
আছ, থাকবে এ মনে-
যতই দ্বার রুদ্ধ করে
থাকো তুমি তোমার মতে
তোমার মঙ্গল থাকবে আমার কামনাতে।
লেখক- মল্লিকা পারভীন
এম.চৌ:/এসময়
Leave a Reply