1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন

ভাতুড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পালিয়ে গেলো বালুখেকোরা

মালিক উজ জামান
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর জেলা প্রতিনিধিঃ যশোর সদর উপজেলার চাঁচড়ার বিল হরিণার কালাবাগা গ্রাম থেকে বালি উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তবে, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ভোঁদৌড় দিয়ে পালিয়ে যায় বালিখেকোরা।

 

 

ওইসময় ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ করা হয়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেল চারটায়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান।

 

 

অভিযানের পর স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে। স্থানীয়রা জানায়, বিল হরিণার কালাবাগা গ্রামের একটি ধানী জমি থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন ও স্কেভেটর দিয়ে বালু উত্তোলন করে আসছিল স্থানীয় সিরাজুল ইসলাম, মিলন, হাসান, কালু, মিন্টুসহ একটি চক্র। ৭০ ফুট নীচের থেকে পাইপের মাধ্যমে তারা বালু উত্তোলন করছিল। এরপর বিক্রি লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল চক্রটি।

 

 

এ বিষয়ে স্থানীয়রা প্রতিবাদ করলে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে আসছিল তারা। কিন্তু কারো মুখ খোলার সাহস ছিল না। বালু উত্তোলন করে চক্রটি আঙ্গুল ফুলে কলাগাছ হলেও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

 

 

আশপাশের আবাদি জমি দেবে যেতে থাকে। এছাড়া, রাস্তাঘাটের অবস্থায় বেহাল হয়ে পড়ে। এ অবস্থায় গত ১২ এপ্রিল ভ্রাম্যমাণ আদালত ওইস্থানে অভিযান চালায়। তখনও অপরাধীরা পালিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালত সেসময় দু’টি স্যালোমেশিন ও কিছু পাইপ উদ্ধার করে।

 

 

স্থানীয়রা আরও জানায়, ওই ঘটনার কয়েকদিন পর থেকেই ফের চক্রটি একই কাজ শুরু করে। মাসের পর মাস তারা ওই জমি থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। এসব অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার ফের অভিযান চালানো হয়। কিন্তু এবারও অপরাধীরা পালিয়ে যায়।

 

পরে স্থানীয় ইউপি সদস্য শফিয়ার রহমান ও ব্যবসায়ী কবিরুজ্জামানের উপস্থিতিতে একটি পালসার, একটি হিরো হোন্ডা ও একটি ডিসকভার মোটরসাইকেল এবং একটি স্কেভেটর জব্দ করে।

 

এস এম /এসময়

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It