রাজশাহী ব্যুরো: রাজশাহীতে একটি পিস্তুল ও বেশকিছু ইয়াবাসহ সাগর কোচিং সেন্টারের পরিচালক সাগর হোসেন আটক করেছে র্যাব-৫।
র্যাব জানায়, রবিবার (১০ সেপ্টেম্ব) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে নগরীর উপশহর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৫ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগ চালিয়ে একটি প্রাইভেট কারে তল্লাশী করা হয়। এ সময় ওই কার থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পাকিস্তানি রিভলবার, ৫০ গ্রাম ক্রিস্টাল আইস ও ১৪৪ পিস ইয়াবা পাওয়া যায়। পরে কারের মালিক মজনু আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ভাইভেট কারও জব্দ করা হয়েছে। মজনু একটি কোচিং সেন্টারের পরিচালক বলে র্যাব জানায়।
গ্রেপ্তারকৃত মজনু আহমেদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার ভায়াল²ীপুর গ্রামে। তিনি মোকসেদ আলীর ছেলে। মজনু আহমেদ উপশহরের সাগর কোচিং সেন্টারের পরিচালক।
কোচিং সেন্টারের পরিচালক সাগর নগরীর উপশহর এলাকার সাগর কোচিং সেন্টারের পরিচালক। তিনি দীর্ঘদিন ধরেই কোচিং সেন্টারের শিক্ষক এবং পরিচালক হিসেবে আছেন। তবে সাগরকে আটকের বিষয়ে পরে র্যাব বিস্তারিত জানাবে বলে ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা গণমাধ্যমকর্মীদের কাছে জানান।
এস এম /এসময়
Leave a Reply