1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৪:৩১ অপরাহ্ন

চারঘাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডাঃ মোঃ হাফিজুর রহমান (পান্না)
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো : রাজশাহীর চারঘটে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।

 

 

 

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলায় এ অভিযান চালায় র‌্যাব। আটক মাদক ব্যবসায়ীর নাম আরিফুল ইসলাম জনি (৩২)। তিনি বেলপুকুর কাজিপাড়া এলাকার সমশের আলীর ছেলে।

 

 

 

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, রাজশাহী নগরীর বেলপুকুর থানাধীন দক্ষিণ কাজিরপাড়ার মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম জনি তার নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে।

 

 

 

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল আরিফুল ইসলাম জনির বসতবাড়ীতে পৌঁছা মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন লোক দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাবের দল তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, রাজশাহী জেলার চারঘাট থানার জনৈক গাফারের আমবাগানের ভেতরে ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে গোপনে সংরক্ষণে আছে।

 

 

পরবর্তীতে র‌্যাবের দল ঘটনাস্থলে পৌছে একটি পুরাতন কর্কসীটের (মাছ বহনের কাজে ব্যবহৃত) ভেতর থেকে ২১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে তাকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।

 

 

এস এম /এসময়

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It