1. admin@esomoy.com : admin :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৭ অপরাহ্ন

নড়াইলের কালিয়ায় নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ভীড়

হাফিজুল নিলু
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নড়াইল প্রতনিধি: নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি যুব সংঘের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) চাচুড়ি কাটাখালে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১২টি নৌকা এ প্রতিযোগিতায় অংশ নেয়।

 

দুই কিলোমিটার দূরত্বের এ বাইচ প্রতিযোগিতায় মোট ১২টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় দাঁড়িয়াঘাটার নিতাই সাধুর নৌকা প্রথম,ডহর চাঁচুড়ি নবীর গাজীর নৌকা দ্বিতীয় ,ডহর চাঁচুড়ির আকবর মোল্লার নৌকা তৃত্বীয় এবং চাচুড়ি গ্রামের ফরহাদ মোল্যার নৌকা চর্তুথ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

 

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন খুলনা বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত পোদ্দার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া পৌরসভার সাবেক মেয়র মো.মুশফিকুর রহমান,কালিয়া উপজেলা লীগের সভাপতি মো.রবউিল ইসলাম,সাধারণ সম্পাদক আশীষ ভট্রার্চায্য প্রমুখ।

 

সার্বিক পরিচালনায় ছিলেন ,যুব সংঘের মো.ওসিকুর রহমান,শিপন, সোহাগ,মুত্তাকীন মোল্যা প্রমুখ। বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার দর্শক এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।

 

এম.চৌ:/এসময় 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It