বানারীপাড়া প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়ায় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু হয়েছে।
রবিবার (১৭সেপ্টেম্বর) বিকালে বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনষ্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা আজরিন তন্বির সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বরিশাল-০২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহে আলম তালুকদার।
বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির প্রমুখ।
বক্তারা তাদের বক্তৃতায় সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ৫ নং সলিয়া বাকপুর ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক সুব্রত লাল কুন্ডু, ইলুহার ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও বানারীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রাজনৈতিক,সামাজিক ব্যক্তিবর্গ।
মেলায় বিভিন্ন স্টলে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের সচিত্র দৃশ্যায়ন ফুঁটিয়ে তোলা হয়। অনুষ্ঠানের শুরুতে বানারীপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন এবং মেলায় অংশগ্রহণকৃতদের স্টল পরিদর্শন করেন।
এস এম /এসময়
Leave a Reply