মো. নজরুল ইসলামঃ মানিকগঞ্জ(১৬-১২-২০২৩)
“মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চর্চা করি,নারীবান্ধব বহুত্ববাদী সমাজ গড়ি” এই স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক সকালে শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে সংগঠন পরিচালিত কমিউনিটি পর্যায়ের শিশু শিক্ষার্থীদের সাথে স্যাক কার্যালয়ে চিত্রাঙ্কন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণী সভায় বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় এর সভাপতিত্বে ও বারসিক প্রকল্পকর্মী ঋতু রবি দাসের সঞ্চালনায়প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান, বারসিক কর্মকর্তা কমল চন্দ্র দত্ত, মো. নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন আমরা একসময় পাকিস্তানের কাছ পরাধীন ছিলাম। তারা আমাদেরকে নানাভাবে শোষণ ও নির্যাতন করে। আমরা তার প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের ২৬ মার্চে যুদ্ধে ঝাপিয়ে পড়ে ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করি। গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতা আমাদের মূলনীতি। এটা এখনো বাস্তবায়ন হয়নি। তাই সংগ্রাম এখনো জারি আছে বলে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক শোষণ মুক্ত চেতনায় ঐক্যবদ্ধ থাকতে হবে।
Leave a Reply