নিউজ ডেস্কঃ
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। এ উপলক্ষে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় আয়োজিত হয়েছে বর্ণাঢ্য সব আয়োজন। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠনের ব্যানারে আলাদা আলাদা কর্মসূচি পালন করা হয়েছে।
এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালার নেতৃত্বে সকল সকাল সাড়ে সাতটায় চুয়াডাঙ্গা নগরীর কলেজ রোডের সাবেক পান্না সিনেমা হল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় বাজার মোড়ের মুক্তিযুদ্ধের শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এছাড়াও জেলা যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় ৭৯, চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা বলেন- মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর সেনানীসহ সকল শহীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলী।
এছাড়াও বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল সদস্যদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
মহান মুক্তিযুদ্ধকালীন চুয়াডাঙ্গাকে বলা হতো অস্ত্রের রাজধানী এবং এখান থেকেই সারাদেশে মুক্তি বাহিনীর অস্ত্র সরবরাহ করা হতো। তাই চুয়াডাঙ্গা একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত উল্লেখ করে তিনি নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।
আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply