মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসন থেকে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে বি,এম,ফরহাদ হোসেন সংগ্রাম এমপি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদ্য বহিস্কৃত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন প্রতিদ্ধন্ধিতা করছেন।জাতীয় পার্টি,ইসলামী ফ্রন্ট,বাসদ ও জাকের পার্টি থেকেও রয়েছেন আরো চারজন।তবে এবারের নির্বাচনে বিভিন্ন আমেজ বিরাজ করছে।
তেত্রিশ পার্সেন্ট হিন্দু ভোটারের অঞ্চল নাসিরনগর।যারা সারাজীবণ ছিলেন নৌকা প্রেমিক বা নৌকার ভক্ত।সম্প্রতি অনেক হিন্দুরাই নৌকা ছেড়ে স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামানের সাথে ভিড়তে শুরু করেছে।শুক্রবার বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদ নাসিরনগর উপজেলা শাখার সভাপতি আদেশ চন্দ্র দেব ও সাধারণ সম্পাদক দেবেশ ভৌমিকের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী সমর্থক আদেশ দেবের বাড়িতে একরামুজ্জামানকে ফুল দিয়ে বরণ করে নিয়ে তার সাথে যোগ দেন।
এর পূর্বে সিংহগ্রাম,বাঘী,ভিটাডু্বি,নাসিরনগর সদর,ঋষিপাড়া থেকে প্রতিদিন শত শত হিন্দুরা একরামুজ্জামানের বাসায় এসে তাকে ফুল দিয়ে বরণ করে তার সাথে যোগ দিতে দেখা গেছে।
নৌকা ছেড়ে কেন হিন্দুরা এভাবে স্বতন্ত্রপ্রার্থীর
সাথে ভিড়ছে এমন এক প্রশ্নের জবাবে হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র ভৌমিক বলেন নৌকার প্রার্থী প্রায় সাত বছর নাসিরনগর শাসন করেছেন কিন্তু তিনি নাসিরনগরের তেমন কোন উন্নয়ন করতে পারেনি।মানুষের সাথে ভালো আচার ব্যবহার ও করেননি।আওয়ামীলীগের প্রবীণ ও ত্যাগীদের দুরে সরিয়ে রেখে কিছু হাইব্রীড ও নব্য চাটুকারদের নিয়ে চলেছেন তিনি।তাছাড়াও একরামুজ্জামান একজন সৎ ব্যাক্তি শিল্পপতি,তিনি ক্ষমতায় গেলে নাসিরসগর মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে।তাই নাসিরনগর বাসীর ভাগ্য ফেরাতে হিন্দুরা আজ একরামুজ্জামানের সাথে ভিড়ছে।
মোঃ আব্দুল হান্নান
নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
০১৭১৭৩৫০৮৭৬
Leave a Reply